মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে তামাক বিরোধী জোট এর কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ নভেম্বর বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলা মাতৃছায়া লাইব্রেরীর হলরুমে সফাত আলী সিনিয়র মাদ্রাসার সহকারি অধ্যাপক সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও দি এশিয়ান এইজ কমলগঞ্জ প্রতিনিধি মো. মোনায়েম খান এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের প্রভাষক হামিদা খাতুন, কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, প্রভাষক মিজানুর রহমান, ব্যবসায়ী ধনপতি চৌধুরী প্রমুখ।
সভায় ব্যাপক আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পিন্টু দেবনাথ কে সভাপতি, সেলিম আহমদ চৌধুরী সহসভাপতি, মো. মোনায়েম খান সাধারণ সম্পাদক, মিজানুর রহমান সহ সাধারণ সম্পাদক, এলিসন সুঙ সাংগঠনিক সম্পাদক, ঊর্মি রিহান অর্থ সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শামীম মেহেদী, মুন্নী বেগম প্রচার সম্পাদক, হামিদা খাতুন, রাবেয়া বেগম, নাহিদুল ইসলাম, রেজাউল করিম ও ধনপতি চৌধুরী কে সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা তামাক বিরোধী জোট এর কমিটি গঠন করা হয়।
