Sunday, October 19, 2025
Homeখেলাধুলাদশ জনের হংকংয়ের বিপক্ষে হামজাদের ড্র

দশ জনের হংকংয়ের বিপক্ষে হামজাদের ড্র

ক্রীড়া প্রতিবেদক,

এশিয়ান কাপ বাছাইয়ে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। হোম ম্যাচের মতো অ্যাওয়ে ম্যাচও ছিল নাটকীয়তাময়।

 

ম্যাচের ৭৩ মিনিটে দশ জনের দলে পরিণত হয় হংকং। বাংলাদেশ দশ মিনিট পর ম্যাচে সমতা আনে। বদলি ফুটবলার ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে ফাহমিদুল দারুণ দক্ষতায় বল বক্সে নামান। রাকিব দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে প্লেসিংয়ে জালে পাঠান। হংকংয়ের গ্যালারী এতে স্তব্ধ হয়।

 

ম্যাচের বাকি সময় বাংলাদেশ উজ্জ্বীবিত ফুটবল খেলে। চতুর্থ রেফারি ৬ মিনিট সময় দেখান। ঐ সময়ের শেষ সেকেন্ডে বাংলাদেশ লম্বা থ্রো থেকে গোলের মুহুর্ত তৈরি করে। গোলদাতা রাকিব বক্সের উপর ফ্রি অবস্থায় বল পেলেও পোস্টে রাখতে পারেননি। ফলে বাংলাদেশকে এক পয়েন্ট নিয়েই ছাড়তে হয়।

 

 

দ্বিতীয়ার্ধে বেশ নিয়ন্ত্রিত ফুটবলই খেলেছে। একাধিক গোলের সুযোগ মিস হয়েছে। ৮৩ মিনিটে ফাহমিদুল গোলের যোগান দিলেও তিনি নিজে দিনের সবচেয়ে সহজ সুযোগ মিস করেছেন। সাদ উদ্দিনের বাড়ানো ক্রস গোলরক্ষককে একা পেয়েও পা লাগাতে পারেননি। তাহলে বাংলাদেশ আরো আগেই ম্যাচে সমতা আনতে পারত।

 

ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট ৭৩ মিনিটে হংকংয়ের দশ জনের দলে পরিণত হওয়া। সামিত সোমকে ফাউল করে দ্বিতীয় দফা হলুদ কার্ড দেখেন হংকং ফুটবলার। দশ জনের দলের বিরুদ্ধে বাংলাদেশ এক গোল আদায় করে এক পয়েন্ট নিয়ে দেশে ফিরবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments