নিজস্ব প্রতিবেদক,
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে ৪৮ বিজিবির অভিযানে গরু-মহিষের বড় চোরাচালান আটক করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলা বিছানাকান্দি থেকে ২৩৭টি গরু ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৪২টি মহিষ আটক করেছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মুয়ীদ।
বিজিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের পীরেরবাজার নামক এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ২৩৭টি গরুর চালান আটক করা হয়। একই সঙ্গে সুনামগঞ্জ জেলার লাফার্জ বিওপির একটি টহলটিম অভিযান পরিচালনা করে ৪২টি ভারতীয় মহিষ আটক করে। আটককৃত অবৈধ গরু ও মহিষের বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
৪৮ বিজিবির অধিনায়ক লেফট্যান্ট কর্নেল নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় এই অবৈধ গরু ও মহিষের চালান আটক করা হয়েছে। আটককৃত গবাদিপশুগুলোর বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে।