Wednesday, October 22, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি::

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার রোডস্থ ইসলামী ব্যাংক শ্রীমঙ্গল শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও শ্রীমঙ্গলে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মোঃ সাইফুল ইসলাম বুলবুল, মনির মিয়া, সামছুদ্দুহা সেলিম, কাজী মহসীন রাহি, খন্দকার জাকির হোসেন, ছালেহ আহমদ সুমন, তারেক মিয়া, তানভীর রায়হান ওয়াসিম, হুসাইন আহমদ ও মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকে লুটেরা ও মাফিয়া চক্র এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে অদক্ষ ব্যক্তিদের অবৈধভাবে নিয়োগ দিয়েছে। তারা অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্ত এবং ইসলামী ব্যাংকসহ দেশের সকল ব্যাংকে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments