Wednesday, October 22, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে বসত ঘরে হাঁস খেতে এসে অজগর আটক: একই দিনে পৃথক দুটি...

শ্রীমঙ্গলে বসত ঘরে হাঁস খেতে এসে অজগর আটক: একই দিনে পৃথক দুটি স্থানে দুইটি সাপ উদ্ধার

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গলে পৃথক পৃথক দুটি স্থান থেকে বিশাল আকৃতির দুইটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে উত্তর ভাড়াউড়া গ্রাম ও খাইছড়া চা-বাগান থেকে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপগুলো উদ্ধার করেন।

প্রথম ঘটনাটি ঘটে উত্তর ভাড়াউড়া গ্রামে। স্থানীয় বাসিন্দা পিন্টু দেবের বসতঘর থেকে একটি অজগর সাপ একটি হাঁস ধরে নিয়ে যায়। ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পিন্টু দেব বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে, সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

একই দিনে দুপুরে আরেকটি ঘটনা ঘটে খাইছড়া চা-বাগানে। চা শ্রমিকরা লেকের পাড়ে চা পাতা তুলার সময় একটি বিশাল আকৃতির অজগর সাপ দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা কাজ বন্ধ করে দেন এবং বিষয়টি বাগানের ডেপুটি ম্যানেজার সাদিকুল রহমান ও ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবু নাসির মো. জামান নাহিদ-কে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ-কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় সাপটি উদ্ধার করেন। উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ২১ কেজি।

 

উদ্ধারকৃত দুইটি অজগর সাপকেই পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, একই দিনে দুটি পৃথক স্থানে অজগর উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments