Sunday, October 19, 2025
Homeখেলাধুলাক্রিকেটটি-টোয়েন্টিতে টানা চতুর্থ সিরিজ জিতলো বাংলাদেশ

টি-টোয়েন্টিতে টানা চতুর্থ সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক,

 

টি-টোয়েন্টি ক্রিকেটে সবশেষ টানা চতুর্থ সিরিজ জিতছে বাংলাদেশ। এশিয়া কাপে যাওয়ার আগে শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে টাইগাররা। গতকাল আফগানিস্তানকে ২ উইকেটে হারানোর মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সিরিজ জয়।

 

এর আগে ২০১৮ সালে হায়দারাবাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ সালে দুই ম্যাচের সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে। সবশেষ ২০২৩ সালে ২-০ ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

 

শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আফগানিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় টাইগার অধিনায়ক জাকের আলী। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে রশিদ-নবিদের ইনিংস থামে ১৪৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে শেষ দিকে শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

 

শেষ দিকে জয়ের জন্য যখন দরকার মাত্র ১৯ রান, তখন অষ্টম উইকেট হারায় বাংলাদেশ। ২ ওভার বাকি থাকতে তখন উইকেটে আসেন শরিফুল ইসলাম। ১৯তম ওভারেই জয়ের রাস্তাটা সহজ করে দেন বাঁহাতি এই ব্যাটার। শেষ ওভারে তখন জয়ের জন্য দরকার মাত্র ২ রান। আজমতউল্লাহ’র প্রথম বলেই বাউন্ডারি হাঁকান শরিফুল ইসলাম, আর তাতেই ২ উইকেটের জয়ে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।

 

২১ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে এদিনও দলের জয়ে বড় অবদান রাখেন নুরুল হাসান সোহান। আরেক প্রান্তে ৬ বলে ১১ রানে অপরাজিত থাকেন শরিফুল। বল হাতেও দুর্দান্ত ছিলেন তিনি। ৪ ওভারে ১৩ রান খরচায় উইকেট শিকার করেছেন ১টি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments