Wednesday, October 22, 2025
Homeসিলেট বিভাগসিলেটগোয়াইনঘাটের সোনার বাংলায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

গোয়াইনঘাটের সোনার বাংলায় বন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ 

 

মতিউর রহমান গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সোনার বাংলা এলাকায় বন বিভাগের হয়রানিমূলক মিথ্যা মামলা, ঘুষ ও চাদাবাজির প্রতিবাদে রেঞ্জ কর্মকর্তা ও বিট অফিসারের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

 

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় গোয়াইনঘাট – সালুটিকর সড়কের ঐতিহ্যবাহী সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে জাঙ্গাইল ও বিরকুলি গ্রামের কয়েক হাজার জনতার উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিক্ষুব্ধ জনতারা। এসময় বক্তারা বলেন নির্বাচিত জনপ্রতিনিধি,সাবেক জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপর ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে,পাবলিকের নামে বিআরএস রেকর্ডীয় জায়গায় বনায়ন বন্ধ করতে হবে। ডিমার্কেশ করে সম্পত্তি জনগণকে বুঝিয়ে দিয়ে বনবিভগের সম্পত্তি বনবিভাগ বুঝে নিবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট -৪ আসনের মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, এডভোকেট লিয়াকত আলী। অবসর প্রাপ্ত শিক্ষক মাস্টার গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও আলিম উদ্দিন ও রুবেল আহমদের যৌথ পরিচালনায় এলাকাবাসীর মধ্য থেকে বক্তব্য রাখেন নন্দিরগাওঁ দারুসসালাম মাদরাসার মুহতামীম মাওলানা রফিক আহমদ মহল্লী, আনোয়ার হোসেন, মনজুর আহমদ, তাজ উদ্দিন, জালাল উদ্দীন, মিছবাহ উদ্দিন, রুবেল আহমদ, জিয়াউল ইসলাম মাসুক, আবুল কালাম প্রমুখ।

উল্লেখ্য যে বন বিভাগের ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল ও বিরকুলি গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন, সাবেক সদস্য তোয়াকুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামস উদ্দিন আল আজাদ, সাবেক ইউপি সদস্য আব্দুল মনাফ, বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও এলাকার বিশিষ্ট মুরব্বি কামাল হোসেন সহ ৬ ব্যক্তিকে কোর্ট জামিন মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments