Saturday, September 27, 2025
Homeখেলাধুলাশ্রীমঙ্গলে প্রয়াত ফুটবলারদের স্মরণে একাডেমী কাপ ফুটবলে মুন্সিবাজার একাডেমির শিরোপা জয়

শ্রীমঙ্গলে প্রয়াত ফুটবলারদের স্মরণে একাডেমী কাপ ফুটবলে মুন্সিবাজার একাডেমির শিরোপা জয়

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে প্রয়াত ফুটবলারদের স্মরণে আয়োজিত আন্তঃউপজেলা একাডেমী কাপ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে মুখোমুখি হয় আফজালীয়া স্পোর্টস কমপ্লেক্স, রাজনগর বনাম মুন্সিবাজার ফুটবল একাডেমি, রাজনগর।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময় গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত মুন্সিবাজার ফুটবল একাডেমি ২-১ গোলে আফজালীয়া স্পোর্টস কমপ্লেক্সকে হারিয়ে শিরোপা অর্জন করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুন্সিবাজার ফুটবল একাডেমির গোলরক্ষক সাব্বির।

খেলা শেষে প্রধান অতিথি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার আলতাফ হোসেন মুর্শেদ, মোসলেহ উদ্দীন রমজান,জাতীয় ফুটবলার মাসুক মিয়া জনি,

সখিনা সিএনজি রিফুয়েলিং এন্ড ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোঃ শের আলী হেলাল চৌধুরী,মৌলভীবাজার জেলা রেফারি সমিতির সম্পাদক মাহমুদুর রহমান ও ব্যবসায়ী শাহীন শেখ প্রমুখ।

এ সময় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান করেন আয়োজক ফুটবল একাডেমির পরিচালক ও প্রশিক্ষক একরামুর রহমান রানা। এছাড়া ও শের আলী হেলাল চৌধুরী, মাহমুদুর রহমান ও শাহীন শেখকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

ফাইনাল খেলা পরিচালনা করেন মুছা আহমেদ সুয়েট, মোঃ এমাদুর রহমান ও মোঃ আবুল কাশেম।

সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজক ফুটবল একাডেমির পরিচালক ও প্রশিক্ষক একরামুর রহমান রানা সবাইকে ধন্যবাদ জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments