গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে কর্মসূচির অংশ হিসেবে সিলেটের গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।
তিনি বলেন, “জুলাই সনদের আইনী ভিত্তি ও পি.আর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা সহ দৃশ্যমান সংস্কার বাস্তবায়নের দাবী জানাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।
গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান আহমেদ ও হাফিজ মিছবাহ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মাশুক আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়েজ আহমদ, ডা. আব্দুন নূর, আহমদ আল মাসুদ, আরিফ আহমদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি তারেক আহমদ, কলেজ শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদুল ইসলাম আজম, যুবনেতা সাদিকুর রহমান, ইবরাহীম খলিল প্রমুখ। সমাবেশে গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।