Friday, September 26, 2025
Homeখেলাধুলাক্রিকেটব্যর্থতা সঙ্গী করে বিদায়, যাদের দায় দিলেন জাকের

ব্যর্থতা সঙ্গী করে বিদায়, যাদের দায় দিলেন জাকের

স্পোর্টস ডেস্ক,

বাংলাদেশ ক্রিকেটের অধারাবাহিক পারফরম্যান্সের আলোচনা উঠলে ঘুরে-ফিরে একটা কথায় গিয়ে থামে। আর তা হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। আরও একবার চরম বিপর্যস্ত ও কুৎসিত ব্যাটিংয়ের প্রদর্শনী দেখিয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সেটি অকপটে স্বীকার করে নিয়েছেন লিটন দাসের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া জাকের আলি অনিক।

 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল (বৃহস্পতিবার) খেলতে নামার আগে বাংলাদেশ-পাকিস্তান দুই দলের সামনেই ছিল সরল সমীকরণ। জিতলে ফাইনাল, হারলে বাদ। প্রথম ইনিংস শেষে সেই সমীকরণ বাংলাদেশের পক্ষেই ছিল। দারুণ বোলিংয়ে সালমান আলি আগার দলকে মাত্র ১৩৫ রানে আটকে দেয়। কিন্তু সেই লক্ষ্যও তাড়া করতে ব্যর্থ হৃদয়-জাকেররা। স্কোরবোর্ডে ১২৪ রান নিয়ে তারা ছিটকে গেল টুর্নামেন্ট থেকে।

 

ম্যাচ পরবর্তী প্রেজেন্টেশনে নিজেদের হারের নেপথ্য জানিয়ে জাকের বলেন, ‘গত দুই ম্যাচে ব্যাটিং ইউনিটের কারণে আমরা হেরেছি। বিপরীতে বোলিং বিভাগের হিসাবে আমরা ভালো খেলেছি, ছেলেরা অনেক ভালো পারফর্ম করেছে। গতকাল (বুধবার) ব্যাটিং ব্যর্থতার কারণে আমাদের মূল্য দিতে হয়েছে, একইভাবে আজকেও।’

 

লিটনের অনুপস্থিতিতে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের দুটি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিলেন জাকের। নিঃসন্দেহে তার এই অভিজ্ঞতা সুখকর হয়নি। ভারতের পর পাকিস্তানের কাছেও ব্যাটিংয়ের ভরাডুবিতে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। জাকের বলেন, ‘(অধিনায়ক হিসেবে) কিছুটা কঠিন। কিন্তু আমি সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করেছি এবং ম্যাচে ফেরানোর। অধিনায়কত্বের সঙ্গে মানিয়ে নেওয়া কিংবা উপভোগ করারও চেষ্টা ছিল।’

 

বোলারদের প্রশংসা করার পাশাপাশি দুজন ক্রিকেটারের কথা বিশেষভাবে বললেন বাংলাদেশের এই ভারপ্রাপ্ত অধিনায়ক, ‘আমাদের বোলাররা (গর্বিত করেছে), বিশেষ করে রিশাদ-সাইফের কথা বলব। পুরো টুর্নামেন্টে সাইফ হাসানের ব্যাটিং অনেক ভালো ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে যথেষ্ট সমর্থন জোগাতে পারিনি। আর এই টুর্নামেন্টে আমাদের বোলাররা অনেক ভালো খেলেছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments