সাজ্জাদ মাহমুদ মনির, ছাতক উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজারে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অস্থায়ী হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের মালিক, শ্রমিক ও স্থানীয় জনগণের দাবির প্রেক্ষিতে এ ক্যাম্প চালু করা হলো, যা সড়ক নিরাপত্তা ও জনস্বার্থে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো: রেজাউল করিম। সভাপতিত্ব করেন জয়কলস থানার ইনচার্জ সুমন কুমার চৌধুরী এবং সঞ্চালনা করেন শেরপুর হাইওয়ে থানার সার্জেন্ট শিশির চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাউয়াবাজার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব্বির আহমদ, সহকারী পুলিশ সুপার মির্জা সাইফুদ্দীন, জাউয়াবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসবাহুজ্জামান শিলু সহ আরও অনেকে।
স্থানীয়রা মনে করছেন, এই পুলিশ ক্যাম্পের মাধ্যমে সড়কে অপরাধ দমন ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হবে, যা এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।