Friday, November 22, 2024
Homeসিলেট বিভাগসিলেটদ্বাদশ সংসদ নির্বাচনে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

দ্বাদশ সংসদ নির্বাচনে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

 

গোয়াইনঘাট সিলেট থেকে,মতিউর রহমান দুলাল::

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ (এমপি) ।

বুধবার (২৭ সেপ্টেম্বর ) বিকেলে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্বদানকারী দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন এটি।

মন্ত্রী আরও বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়। তৎকালীন তরুণ নেতা শেখ মুজিবের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় এক ঝাঁক মেধাবী তরুণের উদ্যোগে সেদিন যাত্রা শুরু করে ছাত্রলীগ। ৭৩ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা, মুক্তির স্বপ্ন বাস্তবায়ন, স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা, গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে।

গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ সভাপতি সুফিয়ান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীবের পরিচালনায় ছাত্র সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, মোজাম্মেল হক মেনন, নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন,সাধারনসম্পাদক আসাদউজ্জামান আসাদ, সাবেক সভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, সাবেক সাধারনসম্পাদক আশরাফ জামিল লায়েক,গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাসেল, সাবেক সভাপতি ফখরুল ইসলাম, বর্তমান সভাপতি কামরুলজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক মো. কামরুল প্রমুখ।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments