Friday, September 26, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারকমলগঞ্জ টাইফয়েড টিকাদান অভিযান ২০২৫ সংক্রান্ত উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ টাইফয়েড টিকাদান অভিযান ২০২৫ সংক্রান্ত উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

 

 

পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :

 

মৌলভীবাজারের কমলগঞ্জে টাইফয়েড টিকাদান অভিযান ২০২৫ সংক্রান্ত উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: মাহবুবুল আলম ভুঁইয়া এর সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই মো. আশরাফুল আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মীর আব্দুল্লাহ আল মামুন, কমলগঞ্জ থানার এসআই রাজিব রায়, প্রধান শিক্ষক বিলকিস বেগম, শিক্ষক প্রতিনিধি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরী, ইসলামী ফাউন্ডেশনের সুপার ভাইজার মাও: ইকবাল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা, মিকোইবী দেবী, সহ স্বাস্থ্য পরিদর্শক পরিমল রায় প্রমুখ। এসময় সাংবাদিক, শিক্ষক, স্বাস্থকর্মীসহ নানা শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ৯ মাস থেকে ১৫ বছরের সকল শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। কমলগঞ্জ উপজেলায় প্রায় ৭৬ হাজার টিকা শিশু এ কর্মসূচির আওতায় থাকবে। এ পর্যন্ত প্রায় ২০ হাজার রেজিষ্ট্রেশন করা হয়েছে। দ্রুত রেজিষ্ট্রেশন করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা কর্তৃকপক্ষকে অবহিত করা হয়। এ কার্যক্রম আগামী ১২ অক্টোবর থেকে শুরু হবে। কমলগঞ্জ উপজেলায় ২১৬টি ইপিআই কেন্দ্র ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments