দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অগ্রিম প্রস্তুতি ও করণীয় নির্ধারণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সহযোগিতা প্রদান করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইফোর্স রুরাল এডভান্স ম্যান ইরা
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা দুর্যোগকালীন সময়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বজ্রপাত নিরোধক আশ্রয়নকেন্দ্র স্থাপন। দুর্যোগ কালিন বন্যা আশ্রয়কেন্দ্র, জরুরি অসুস্থ রোগী পরিবহনের জন্য নৌকার ব্যবস্থা। পাশাপাশি দুর্যোগের পূর্বাভাস দ্রুত জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং স্থানীয় এনজিও ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও জোর দেওয়া হয়।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি ভর্মন, জনস্বাস্থ্য প্রকৌশলি বিপ্রেশ দাশ, নরসিংপুর ইউপি চেয়ারম্যান মো. নুরুলদীন, মান্নারগাও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জামাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার দীন মোহাম্মদ, ফায়ার সার্ভিস প্রতিনিধি
আফতার মিয়া, ইফোর্স রুরাল এডভান্স ম্যান ইরা প্রতিনিধি পিসি কামরুল ইসলাম, এফ এফ গোলশানা আক্তার প্রমুখ।