Wednesday, September 17, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারদুর্গাপূজার আগে শ্রীমঙ্গলে সবুজবাগ ও লালবাগের রাস্তা পরিদর্শনে ইউএনও

দুর্গাপূজার আগে শ্রীমঙ্গলে সবুজবাগ ও লালবাগের রাস্তা পরিদর্শনে ইউএনও

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শারদীয় দুর্গোৎসব ঘিরে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সবুজবাগ ও লালবাগ এলাকার রাস্তা সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সবুজবাগ, লালবাগসহ আশপাশের একাধিক এলাকায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের উপযোগিতা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ ও ৫নং ওয়ার্ডের সদস্য পিয়াস দাশ।

পরিদর্শনকালে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিশেষ করে সবুজবাগ এলাকার মানুষ রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বর্ষাকালে কাদা-পানি ও গর্তে ভরা রাস্তায় চলাচল করা আরও কষ্টকর হয়ে ওঠে।

উপজেলা নির্বাহী অফিসার এসময় পূজার আগে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, “সরকার জনগণের কল্যাণে কাজ করছে। পূজা উপলক্ষে যাতে কেউ ভোগান্তিতে না পড়ে, সেজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, দুর্গোৎসব শুরুর আগেই যদি রাস্তা সংস্কার ও মেরামতের কাজ সম্পন্ন হয়, তবে এ সমস্যা থেকে তারা মুক্তি পাবেন এবং উৎসব হবে আরও আনন্দমুখর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments