নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারে গতকাল রাত থেকে টানা বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। আজ শনিবার থাকায় স্কুল-কলেজ ও অফিস বন্ধ থাকলেও সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা। শহরের প্রধান সড়কগুলো হাঁটুসমান পানিতে প্লাবিত হওয়ায় রিকশা চালক, দোকানদার ও গৃহকর্মীরা কার্যত বাইরে বের হতে পারছেন না।
শহরের পুরাতন হাসপাতাল রোড, সরকারী কলেজ রোড, কোটরোড, কাজিরগাঁও ও বাসস্ট্যান্ড এলাকার অনেক স্থানে পানি জমে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। শহরের অনেক অলিগলিতে পানি জমে হাঁটতে গিয়ে মানুষদের ভিজে যাওয়ার পাশাপাশি দুর্ঘটনার শঙ্কাও তৈরি হয়েছে।
নিম্নআয়ের মানুষের বসতবাড়ি ও দোকানপাটেও পানি প্রবেশ করেছে। স্থানীয়রা জানান, রাস্তাঘাটে পানি জমে পড়ার কারণে তারা বাজারে পণ্য বিক্রি করতে ও বাড়িতে জিনিসপত্র নেওয়া সহজভাবে করতে পারছেন না। শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকিও ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে গতকাল রাত থেকে টানা বর্ষণে চা বাগান ও কৃষিজমিতেও বৃষ্টির প্রভাব পড়েছে।
মৌলভীবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (১৩ সেপ্টেম্বর) সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা নামবে ২৬ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, সামান্য বৃষ্টিতেই শহরের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে বর্ষাকালে বারবার পানি জমে থাকে। আবহাওয়া অফিসও হাওর-বাঁওড় ও নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।