Thursday, September 11, 2025
Homeঅপরাধসীমান্তবর্তী এলাকায় ভারতীয় মদ পাচার: ছাতক থানার বিশেষ টিমের সফল অভিযান

সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মদ পাচার: ছাতক থানার বিশেষ টিমের সফল অভিযান

 

 

 

*সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, সাজ্জাদ মাহমুদ মনির:*

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ছাতক পৌরসভার মন্ডলীভোগ গ্রামের লাল মসজিদের সামনের পাকা রাস্তায় এ অভিযান চালানো হয়।

 

গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। এ সময় দক্ষিণ গণেশপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে মোঃ বদরুজ্জামান বদরুল (৪২)-কে আটক করা হয়। তার হেফাজত থেকে Mc Dowells No-1 LUXURY (375 ml) ১৫ বোতল, Ice VODKA (375 ml) ১২ বোতল এবং Officer’s Choice (180 ml) ২৩ বোতলসহ মোট ৫০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার টাকা।

 

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সিকান্দর আলী বাদী হয়ে ১৯৭৪ সালের The Special Powers Act-এর 25B(1)(b) ধারায় ছাতক থানায় একটি মামলা (মামলা নম্বর-০৯, তারিখ-১৯/০৯/২০২৫) দায়ের করেন।

 

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments