ছাতক উপজেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলা, যা একসময় প্রাকৃতিক সৌন্দর্য ও সম্ভাবনার ঠিকানা ছিল, দীর্ঘদিন ধরে অবৈধ বালু ও পাথর উত্তোলনের কারখানায় রূপ নিয়েছিল। সুরমা, চেলা ও পিয়াইন নদীসহ সংরক্ষিত বনাঞ্চল ও জলাধার থেকে চলতো নির্বিচারে বালু-পাথর তোলার মহোৎসব। ফলে একদিকে প্রাকৃতিক ক্ষতি, অন্যদিকে সাধারণ মানুষের জীবনে নেমে আসে দুর্ভোগ।
২০২৪ সালের ১১ নভেম্বর ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন মো. তরিকুল ইসলাম। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি অবৈধ উত্তোলনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে অভিযান শুরু করেন।
ইউএনও’র নেতৃত্বে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে একের পর এক অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। শুধু বালু-পাথর নয়, মাদক নিয়ন্ত্রণেও কঠোর অবস্থানে রয়েছেন তিনি।
তার এ উদ্যোগে অপরাধীরা আতঙ্কিত হলেও সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি। স্থানীয়রা বলছেন, “এতদিন পরে একজন ইউএনও দেখলাম, যিনি সত্যিকার অর্থে ছাতকের উন্নয়নের জন্য কাজ করছেন।”
*নির্বাহী কর্মকর্তার বলিষ্ঠ পদক্ষেপ ছাতককে বদলে দিচ্ছে — এমনটাই মনে করছে সচেতন মহল।*