সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশের নির্যাতিত ও অধিকারবঞ্চিত সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা এবং পেশাগত স্বার্থ রক্ষায় আত্মপ্রকাশ করেছে সাংবাদিক সংগঠন *”সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)”*। সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে *ছাতক উপজেলার সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির*কে *সহ-সাংগঠনিক সম্পাদক* পদে মনোনীত করা হয়েছে।
সংগঠনের *প্রতিষ্ঠাতা প্রধান ও চেয়ারম্যান ফাহাদ* এবং *প্রধান উপদেষ্টা মোঃ আসিফুজ্জামান আসিফ* স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে অভিজ্ঞ ও তরুণ সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী নেতৃত্ব কাঠামো গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন:
– *সভাপতি:* মোঃ কামরুল হাসান
– *সাধারণ সম্পাদক:* মোঃ শাহাবুদ্দিন
– *সহ সাধারণ সম্পাদক:* মোঃ শাহজাহান বিপ্লবী সুমন
– *যুগ্ম সাধারণ সম্পাদক:* মোঃ আব্বাস উদ্দিন
– *সহ যুগ্ম সাধারণ সম্পাদক:* মোঃ সাইফুল ইসলাম, মোঃ মোসলেহউদ্দীন, আরিফুল ইসলাম, শাকিল রানা
– *সাংগঠনিক সম্পাদক:* মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী
– *সহ সাংগঠনিক সম্পাদক:* জাহিদুল ইসলাম সানি, সাজ্জাদ মাহমুদ মনির (ছাতক), তৌফিকুর রহমান তাহের, সাইফুল ইসলাম, মাহবুব আহমেদ, মোঃ জয়নাল আবেদিন
– *দপ্তর সম্পাদক:* সৈয়দ মোহাম্মদ কায়সার
– *সহ দপ্তর সম্পাদক:* মোঃ আবু ইউসুফ উদয়, নয়ন রায়, আবু বকর সিদ্দিক খান
এছাড়া সংগঠনে পরিবেশ, মানবাধিকার, স্বাস্থ্য, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি, প্রশাসনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদও রয়েছে।
সাংবাদিক মহলে এই নতুন প্ল্যাটফর্ম এবং নেতৃত্ব গঠনকে স্বাগত জানানো হচ্ছে। সবাই আশাবাদী, এই সংগঠন সাংবাদিকদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।