Tuesday, September 9, 2025
Homeখেলাধুলাক্রিকেটএবার সাকিবের দলের হয়ে খেলবেন রিয়াদ

এবার সাকিবের দলের হয়ে খেলবেন রিয়াদ

স্পোর্টস ডেস্ক,

 

বাংলাদেশের প্রখ্যাত ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবেন। একই প্রতিযোগিতায় খেলবেন সাকিব আল হাসানও।

 

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৭ থেকে ১২ অক্টোবর যুক্তরাষ্ট্রের রাইডালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে। এতে মোট ছয়টি দল অংশ নেবে এবং এটি যুক্তরাষ্ট্রে আয়োজন করা একটি উল্লেখযোগ্য ফ্র্যাঞ্চাইজি স্টাইলের ঘরোয়া টুর্নামেন্ট।

 

আয়োজকরা রিয়াদকে ‘স্টার’ আখ্যা দিয়ে নিশ্চিত করেছেন যে তিনি আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছে, স্টারপাওয়ার আনলকড, মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন।

 

রিয়াদ সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছর চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নেন। এর আগে তিনি টেস্ট (২০২১) এবং টি-টোয়েন্টি (২০২৩) ফরম্যাট থেকেও অবসর নিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে রিয়াদ খেলেছেন ১৪১টি ম্যাচ, রান করেছেন ২,৪৪৪, গড় ২৩.৫০ এবং বল হাতে নিয়েছেন ৪১ উইকেট।

 

দেশের বাইরে পিএসএল, সিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে রিয়াদের। সাকিব আল হাসানও এই টুর্নামেন্টে আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন, ফলে দুই বাংলাদেশি ক্রিকেটার একই দলে খেলবেন। বর্তমানে সাকিব ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ব্যস্ত রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments