Tuesday, September 2, 2025
Homeঅপরাধসাতছড়িতে গাছ পাচারের আলামত পেলেন হবিগঞ্জের জেলা প্রশাসক

সাতছড়িতে গাছ পাচারের আলামত পেলেন হবিগঞ্জের জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক,

 

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বন কর্মকর্তাদের যোগ সাজসে বিগত ৬ মাসে কয়েক কোটি টাকার সেগুন গাছ পাচার হওয়ার অভিযোগ রয়েছে।

 

রোববার (৩১ আগস্ট) হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের নেতৃত্বে একটি টিম সাংবাদিকদের সঙ্গে নিয়ে সাতছড়ি উদ্যানের রিজার্ভ ফরেস্টের অভ্যন্তরে মূল্যবান সেগুন গাছ কাটার ও চুরি হওয়ার আলামত পান।

 

দীর্ঘ সময় পরিদর্শন করে এসব বিষয়ে জরুরী ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন জেলা প্রশাসক ফরিদুর রহমান। তাদের পরিদর্শনে সাম্প্রতিক সময়ে অন্তত ১০টি বড় সেগুন গাছ চুরি হওয়ার আলামত পান। ধারণা করা হচ্ছে প্রতিটি গাছে ১০০ থেকে ১৫০ কেবি করে কাঠ রয়েছে। যার সম্ভাব্য বাজার মূল্য ৪৫ লাখ টাকা।

 

এড়াছাও সেগুন গাছ পাচারের মূলহোতা সাতছড়ির উদ্যানের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশিদ, জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট নূর মোহাম্মদের ও তেলমাছড়ার বিট অফিসার মেহেদী হাসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন জেলা প্রশাসক। পাশাপাশি বনের অভ্যন্তরে আরও একাধিক সেগুন গাছ কাটার আলামত অনুসন্ধান করার প্রক্রিয়াও চলছে।

 

হবিগঞ্জের ডিসি ফরিদুর রহমান জানান, আমারা সেগুন গাছ চুরির সত্যতা পেয়েছি। বনের লোকদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। হামলার শিকার সাংবাদিকের বিষয়টিও দেখা হচ্ছে। বন বিভাগের পক্ষ থেকেও তদন্ত চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments