Friday, August 29, 2025
Homeধর্মনবীগঞ্জে কলিমা পড়ে এক ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহন

নবীগঞ্জে কলিমা পড়ে এক ব্যক্তির ইসলাম ধর্ম গ্রহন

 

 

শাহরিয়ার আহমেদ শাওনঃ

নবীগঞ্জ শহরের আল করিম জামে মসজিদে জুম্মা নামাজে এসে কলিমা পড়ে এক হিন্দু  যুবক ইসলাম ধর্ম গ্রহন  করেছেন।গতকাল শুক্রবার  আল করিম জামে মসজিদের ইমাম  মাওলানা দুরুদ মোশাররফ হোসেন উনার কাছে এসে পৌর এলাকার জয়নগর গ্রামের জীবন দাশ উপস্থিত মুসুল্লিদের সামনে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। এর আগে নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেপিড করে সু জ্ঞানে নিজ ইজ্জায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন।

 

এসময় তার আগের নাম পাল্টিয়ে আব্দুর রহমান রাখা হয়।এসময় নও মুসলমি আব্দুর রহমান প্রতিনিধি কে বলেন ইসলামের কৃষ্টি কালচার দেখে আমি মুগ্ধ হয়েছি।আমি যেত জেনেছি তথই আমার ধর্মের প্রতি আর্কষন বেড়ে গেছে।

 

ইসলামকে সত্য জেনে ও বুঝেই গ্রহন করেছি। ইসলাম গ্রহণে কেউ জোর জবরদস্তি করেনি।কেউ টাকা পয়সা দিয়েও কোনও প্রলভনও দেয় নি। আমি সু জ্ঞানে এই ধর্মে এসেছি আমি সবার কাছে দোয়া চাই আমি যেন পূরিপূর্ন মুসলমান হয়ে উঠতে পারি।

 

এসময় নও মুসলিম আব্দুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই পোষ্ট করে প্রশংসা ও তার জন্য ও দোয়া করেন।

 

প্রেরক,

শাহরিয়ার আহমেদ শাওন,

নবীগঞ্জ প্রতিনিধি:

মোবাইলঃ০১৭৮১৯৯২১২১,

তারিখ ২৯-০৮-২৫।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments