Monday, August 25, 2025
Homeঅপরাধগোয়াইনঘাটের জাফলং চা বাগান এলাকা থেকে ৪টি ভারতীয় এয়া'র গা'ন উ'দ্ধার

গোয়াইনঘাটের জাফলং চা বাগান এলাকা থেকে ৪টি ভারতীয় এয়া’র গা’ন উ’দ্ধার

 

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

 

সিলেটের গোয়াইনঘাটে সীমান্তবর্তী জাফলং চা বাগান এলাকা থেকে অবৈধ ৪টি এয়ার গান অস্ত্র উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

 

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি বিশেষ টহলদল শনিবার দিবাগত রাত রাত ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং চা বাগান সংলগ্ন এলাকার কাটারী নামক স্থানে কৌশলগত অবস্থান গ্রহণ করে চোরাকারবারিরা, এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দূরে সরে যায় তারা।

 

পরবর্তীতে টহলদল দীর্ঘক্ষণ অবস্থান করার পর চোরাকারবারীরা উক্ত এলাকায় পুনরায় না আসায় উক্ত চা বাগান সংলগ্ন এলাকায় তল্লাশীকালে আনুমানিক ভোর রাতে ৬ ঘটিকায় কাটারী নামক স্থান হতে ভারতীয় অবৈধ ০৪ (চার) টি এয়ার গান উদ্ধার করতে সক্ষম হয়

 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, চোরাচালান, মাদকদ্রব্য ও অস্ত্র পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় অবৈধ এয়ার গান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসমূহের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments