Sunday, August 24, 2025
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সাদাপাথর ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম

সিলেটে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে সাদাপাথর ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক,

সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর ফিরিয়ে দিতে আলটিমেটাম দিয়েছেন জেলা প্রশাসক সারওয়ার আলম। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে সাদাপাথর পৌঁছে দেওয়া না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

শনিবার কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

জেলা প্রশাসক সারওয়ার আলম জানান, এখনও কোম্পানীগঞ্জ ও সিলেট সদর উপজেলায় কিছু পাথর অনেকেই লুকিয়ে রেখেছেন। এসব পাথর উদ্ধারে এই দুই উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা করা হয়েছে।

 

সভা শেষে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে, আগামী মঙ্গলবারের (২৬ আগস্ট) মধ্যে যাদের কাছে এখনো সাদাপাথর রয়েছে তারা নিজ খরচে, নিজ উদ্যোগে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় পৌঁছে দিবেন। যেহেতু জনপ্রতিনিধিরা সরকারের অংশ সেজন্য এই পাথর উদ্ধারে তাদেরও দায় রয়েছে। যার যার এলাকায় খোঁজ খবর নিয়ে সেই পাথর সাদাপাথর আগের জায়গায় পৌঁছানোর বিষয়ে উদ্যোগ নেবেন তারা।

 

জেলা প্রশাসক বলেন, এরইমধ্যে এই দুই উপজেলায় মাইকিং করে বিষয়টি অবহিত করা হয়েছে। এই সময়ের পর যার কাছে সাদাপাথর পাওয়া যাবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নির্ধারিত সময়ের পর যে এলাকায় অভিযান চালিয়ে পাথর পাওয়া যাবে সেই এলাকার জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments