Saturday, August 23, 2025
Homeঅপরাধজাফলংয়ে পাথর লুটের ঘটনায় আ'টক: ২

জাফলংয়ে পাথর লুটের ঘটনায় আ’টক: ২

 

 

গোয়াইনঘাট (সিলেট) থেকে মতিউর রহমান দুলাল:

 

সিলেটের জাফলংয়ের জিরো পয়েন্ট থেকে পাথর লুটের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

 

আটককৃতরা হলেন, উপজেলার জাফলংয়ের মামার বাজার এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে আফজল হোসেন ও লাখেরপাড় গ্রামের মন্তাজ মিয়ার ছেলে জাবেদ আহমদ।

 

জাফলং জিরো পয়েন্ট থেকে পাথর লুটের ঘটনায় ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন বলেন, ধৃত আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অপর আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

জানা যায়, কিছু দুষ্কৃতকারী চলতি মাসের ৭, ৮ ও ৯ তারিখে জাফলং জিরো পয়েন্ট থেকে টানা তিন দিনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার ঘনফুট পাথর লুট করে। যার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা। এ ঘটনায় গত সোমবার (১৮ আগস্ট) ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মুনায়েম বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামী করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করে। মামলা নং ২৯।

 

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জানান, জাফলং জিরো পয়েন্ট থেক লুট হওয়া পাথরের মধ্যে এ পর্যন্ত সর্বমোট ২৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments