Saturday, August 23, 2025
Homeসিলেট বিভাগহবিগঞ্জ১৭ কোটি ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদে অবহেলার চিত্র, দ্বিতীয়বার ছাদ ধস

১৭ কোটি ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদে অবহেলার চিত্র, দ্বিতীয়বার ছাদ ধস

 

 

শাহ সুমন,বানিয়াচং থেকে :

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মডেল মসজিদ কমপ্লেক্সের ছাদ দ্বিতীয়বারের মতো ধসে পড়েছে। শুক্রবার (২২ আগস্ট ) রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভবনের ছাদের ঢালাই চলাকালে হঠাৎ করেই একটি অংশ ধসে পড়ে। যদিও এবার বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, তবে এর আগে প্রথম ধসের ঘটনায় দুইজন নির্মাণশ্রমিক আহত হয়েছিলেন।

 

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বারবার এ দুর্ঘটনা ঘটছে। কোটি কোটি টাকার সরকারি প্রকল্পের কাজে এ ধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তারা।

 

এ বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীকে বার বার মুঠে‌াফোনে কল দি‌য়ে পাওয়া যায় নি।

 

প্রসঙ্গত, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সারাদেশে মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে বানিয়াচংয়ে এ মসজিদ ভবনের কাজ চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments