দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
দীর্ঘদিন ঋণের চাপ সহ্য করতে না পেরে একসময় পরিবার পরিজন নিয়ে পারি জমান গাজীপুরে জেলা। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের মৃত রাধামনি বিশ্বাসের ছেলে রামু বিশ্বাস (৫৫)।
শুক্রবার (২২ আগষ্ট) সকালে প্রতিদিনের ন্যায় কাজের সন্দানে বাসা থেকে বের হয়ে গাজীপুর চৌরাস্তায় গেলে সেখানে রাস্তা পারাপারের সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনা স্ত্থলেই রামু বিশ্বাসের মৃত্যু হয়। রামু বিশ্বাস সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায় কয়েক বছর ধরে নানা জনের নিকট থেকে ঋণ করে জমি চাষ করলেও ঋণ শোধ করতে না পেরে এবং সংসারের টানাপোড়নের কারণে মানষিক দুশ্চিন্তা এবং পরিবারে আর্থিক সংকট—সব মিলিয়ে মানষিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যান গাজীপুর জেলার নয়নপুর এলাকায়। সেখানে সে একটা ভাড়া বাসায়, বেশ কয়েক বছর যাবত পরিবারপরিজন নিয়ে ভালোই চলছিল রামু বিশ্বাস।
গাজীপুর চৌরাস্তায় রোড এক্সিডেন্টে রামু বিশ্বাসের মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে শুনার পর স্বজনদের কান্নায় ভারি আকাশ বাতাস।
রামু বিশ্বাসের ছোট ভাই লেচু বিশ্বাস বলেন, আমার বড় ভাই রামু বিশ্বাস খুবই ভালো ছিলেন, হঠাৎ ঋণের দায়ে সে বাড়ি ছাড়েন।
শুক্রবার সকালে গাজীপুর চৌরাস্তায় সে রোড এক্সিডেন্টে গাড়ির চাপায় ঘটনা স্থলে মৃত্যু হয়। লাশ পোস্টমর্টেম হওয়ার পর গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে।