সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, সাজ্জাদ মাহমুদ মনিরঃ
২১ আগস্ট ২০২৫ তারিখ, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বরত সংগ্রাম, বাংলাবাজার, তামাবিল, সোনালীচেলা, লাফার্জ এবং ডিবিরহাওর বিওপির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মেহেদী, সুপারি, গরু, ফুলের ঝাড়ু, আইবল ক্যান্ডি, কম্বল, চিনি, বিয়ার, মোটরসাইকেল এবং বারকী নৌকা জব্দ করা হয়েছে।
অপরদিকে, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল গোয়াইনঘাট উপজেলার নন্দীগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় ভারতীয় জিরা, কাভেরী মেহেদী, কিটক্যাট চকলেটসহ অবৈধভাবে চোরাচালানী মালামাল বহনকারী ডিআই পিকআপ, ডাম্পার ও টাটা ট্রাক আটক করে।
সর্বশেষ এই অভিযানগুলোর মাধ্যমে জব্দকৃত মালামালের মোট আনুমানিক সিজার মূল্য দাঁড়িয়েছে *৪ কোটি ৫৭ লক্ষ ৩ হাজার ৫শত ৩০ টাকা*।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানের বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিত ভাবে চলমান থাকবে।