Thursday, August 21, 2025
Homeবিনোদনশাকিব খানকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

শাকিব খানকে নিয়ে অপু বিশ্বাসের বিস্ফোরক মন্তব্য

বিনোদন প্রতিবেদক,

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্টিক ছবি ঘিরে খবরের শিরোনাম হয়েছিল চারিদিকে। এদিকে অপু বিশ্বাসের জবাবের অপেক্ষায় ছিলেন নেটিজেনরা। ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে বেশ কৌশলী জবাব দিয়েছিলেন চিত্রনায়িকা। তবে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি।

 

অভিনেত্রী অপু বিশ্বাস জানান, প্রাক্তন স্বামী শাকিব খানকে আর ছোট করতে চান না। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় শাকিবকে ঘিরে অপু ও বুবলীর মধ্যে বাকযুদ্ধ চললেও এবার ভিন্ন সুরে কথা বললেন অপু।

 

তিনি জানান, অযথা প্রতিযোগিতায় না গিয়ে, নিজের মর্যাদা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে অপু বিশ্বাস খোলামেলা ব্যাখ্যা দেন এ প্রসঙ্গে।

 

অপু বিশ্বাস বলেন, আমার কাছে মনে হয় আমি কি একটু বেশি মানুষটাকে (শাকিব খান) ছোট করার চেষ্টা করছি? আমার তো মেধা বুদ্ধি আছে। মানুষগুলোর সঙ্গে (শাকিব ও তার পরিবার) আমার অনেক পুরোনোভাবে মেশা। তাদের থেকে অনেক ভালোবাসা রেসপেক্ট পেয়েছি। সেই মর্যাদার জায়গা থেকে মনে হয়েছে এনাফ ইজ এনাফ। মনে হচ্ছে, ওই মানুষটাকে ছোট করা হচ্ছে। যেটা আমি কখনোই কামনা করি না।

 

সোশ্যাল মিডিয়াতে সবকিছু ওপেন উল্লেখ করে অপু বলেন, আমার ছেলে আব্রাম গান খুব পছন্দ করে। ওর বাবার সঙ্গে গান গাওয়ার একটি ভিডিও যখন পোস্ট করি, পরে অন্যজন আরেকটি ভিডিও পোস্ট দেয়, যা দেখে আমার খুব খারাপ লেগেছে। তখন আমার মনে হয়, আমার নিজেকে স্টপ হওয়া দরকার। তাহলেই সব ঠিকঠাক।

 

অপু বিশ্বাস আরও বলেন, লাস্ট দেড় মাস আমি ফেসবুকে একদমই নেই। কী হয়েছিল ওই সময়, ওইটা আমি ওই সময় দেখিনি। এইগুলো আসলে ওইরকম আহামরি কিছু লাগে না। আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেরকম কিছু করতে আসিনি এখানে, কিছুটা সময় করা হয়ে গিয়েছিল।

 

অপু বিশ্বাস বলেন, আমি ১৫ জুন ফেসবুকে পোস্ট দিয়ে ওইদিন এইসব শেষ করে দিয়েছি। স্টপ করে দিয়েছি। যেদিক থেকেই বলেন, বাচ্চাটা কিন্তু মোর ইমপর্টেন্ট। বাচ্চাটা আমাদের মধ্যে অনেক বড় সেতুবন্ধন। তিনি আর কোনো অসুস্থ প্রতিযোগিতায় যেতে চান না। এবং তিনি এটাও বলেন, আমার কাছে মনে হচ্ছে ওই শাকিব খানকে ছোট করা হচ্ছে। যে মানুষটাকে ছোট করার কথা আমি কখনও কামনা করি না।

 

অপুর এমন বক্তব্যে নেটিজেনদের কাছে প্রশংসা পাচ্ছে! ভক্তদের মতে, অপু বিশ্বাস অনেকটাই বদলে গেছেন। সাক্ষাৎকারটি ‘আইজ অন’ চ্যানেলের আগের রেকর্ড ভেঙেছে। এতদিন দর্শক আগ্রহে সবচেয়ে ভিউ ছিল পডকাস্ট ‘উইথ সৈকত সালাহউদ্দিন’ এর সালমান শাহকে নিয়ে পর্ব। সেটি টপকে গেছে সমৃদ্ধির নেয়া অপুর এই সাক্ষাৎকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments