Wednesday, August 20, 2025
Homeসিলেট বিভাগসিলেটতোয়াকুল ইউপির উদ্যোক্তা ইমনের নামে অপপ্রচার:থানায় জিডি 

তোয়াকুল ইউপির উদ্যোক্তা ইমনের নামে অপপ্রচার:থানায় জিডি 

 

 

গোয়াইনঘাট প্রতিনিধি:

গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন পরিষদ তথ্য সেবা কেন্দ্র / ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শাহরিয়ার রাহমান ইমন এর নাম জড়িয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ও অনলাইন নিউজ র্পোটালে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট থানায় এক সাধারণ ডায়রি করেছে তিনি।

 

২০ আগষ্ট (বুধবার) বিকেল ৫:০০ টায়, নিজে উপস্থিত হয়ে গোয়াইনঘাট থানায় এ ডায়েরি করেন, যাহার নাম্বার ডায়েরি নং- ৮৫৯।

জিডি উল্লেখ করেন ” আমান নামে ‘গোয়াইনঘাটের কথা’ ফেইসবুক আইডি দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিত্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যার দরুন আমি সামাজিক ভাবে মানহানীর স্বীকার হচ্ছি। ভবিষ্যৎ প্রয়োজনে তথ্য উপাত্ত সাপেক্ষে পুনরায় মামলার আবেদন করিবো। উপরুক্ত বিষয়টি ভবিষ্যতের জন্যে সাধারণ ডায়রি ভুক্ত করার প্রয়োন”

 

এ বিষয়ে ভুক্তভোগী শাহরিয়ার রাহমান ইমনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ” আমি আমার উপর অর্পিত দ্বায়িত্ব নিয়মিত সঠিক ভাবে পালন করতে চেষ্টা করে যাচ্ছি, অনেক বড় ইউনিয়ন যান্ত্রিক ত্রুটি ও সময় সাপেক্ষ্য কারণে সবাই যার মতো করে সেবা দিতে কিছু ফারাক হতে পারে, এছাড়া আমার উপর আনীত অভিযোগ মিত্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে আমি মনে করছি, আমি এর নিন্দা জানাচ্ছি। ভবিষ্যতে আমি সবার সহযোগিতায় আরো দ্বায়িত্বশীল হয়ে আমার উপর অর্পিত দ্বায়িত্ব পালনে চেষ্টা করবো”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments