শাহ সুমন, বানিয়াচং থেকে ঃ-
বানিয়াচংয়ে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাসে দেশ ভরি’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে।
সোমবার(১৮ আগষ্ট) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সভা কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসমাইল রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন, নূরুল ইসলাম, প্রমূখ।
বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দেন বক্তারা।
আলোচনা সভার শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য মসকুদ মিয়াকে পুরস্কৃত করা হয়।