নিজস্ব প্রতিবেদক,
সিলেটের আলোচিত সাদাপাথর লুটের ঘটনায় চার দিনে প্রায় চার লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী।
রবিবার (১৭ আগস্ট) দিনে ও রাতে সিলেট সদর উপজেলা ও কোম্পানিগঞ্জ থেকে বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার করে যৌথবাহিনী। আটক করা হয়েছে ছয়জনকে।
এ নিয়ে সাদাপাথর লুটপাট ও পাথর লুকানোর ঘটনায় ১১ জনকে আটক করা হলো।
উদ্ধার করা সাদাপাথর ট্রাকযোগে ফেরানো হচ্ছে ভোলাগঞ্জে; প্রতিস্থাপন করা হচ্ছে ধলাই নদীতে। তবে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মামলায় প্রায় দেড় হাজার মানুষকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে—আসল হোতাদের না ধরে সাধারণ দিনমজুরদের হয়রানি করা হচ্ছে।
এদিকে, অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে প্রশাসন। বুধবার জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।