পিন্টু দেবনাথ, মৌলভীবাজার :
মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট ২৩৬৮ এর অন্তর্ভুক্ত কমলগঞ্জ উপজেলা শাখার অধীনস্থ ৭নং আদমপুর ইউনিয়ন শাখা নির্মাণ শ্রমিক এর মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ আগস্ট রাত ৮ ঘটিকায় নির্মাণ শ্রমিক
আদমপুর ইউনিয়ন শাখার আয়োজনে সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা শাখার দপ্তর সম্পাদক আবু সাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ শাখার সভাপতি আব্দুল করিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন আদমপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর মুন্না রানা, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শাবলু আহমেদ, অর্থ সম্পাদক সাইফুর রহমান, কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, সহ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, ক্রাউন সিমেন্ট জেলা সভাপতি ওমর ফারুক, রাহিম ট্রেডার্সের আব্দুল করিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাবেক সভাপতি জয়নাল আবেদীন, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি আব্দুল সালাম, সালাম ষ্টীল এর ইনচার্জ রাশেদুজ্জামান, আদমপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান, ইসলামপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল ফজল, সহ-সাধারণ সম্পাদক মনজুর আহমেদ, পতনঊষার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ, মাধবপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুস শহীদসহ আরো অনেকে।
এসময় কমলগঞ্জ উপজেলা শাখাসহ সকল ইউনিয়ন শাখা ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন নির্মাণ শ্রমিক ঐক্যবদ্ধ হলে যে কোনো সমস্যা সমাধান দ্রুত করা যায়। সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।