Tuesday, August 12, 2025
Homeঅপরাধদোয়ারাবাজারে পুলিশের অ'ভি'যানে অ'বৈধভাবে চিলাই নদীর বালু উত্তোলনের অ'ভিযোগে কাঠের নৌকা জব্দ,...

দোয়ারাবাজারে পুলিশের অ’ভি’যানে অ’বৈধভাবে চিলাই নদীর বালু উত্তোলনের অ’ভিযোগে কাঠের নৌকা জব্দ, আট’ক ৪ জন ।

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার

০৯নং সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের আব্দুল মতিন এর বাড়ীর পশ্চিম পাশে গত রাত অনুমান ১.৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়।

গত শনিবার দিবাগত রাত অনুমান ১.৪৫ মিনিটের সময় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের দিক নির্দেশনায় অত্র থানার মনিরুল ইসলাম, এসআই(নি:)/রফিজুল মিয়া, এএসআই(নি:)/আশরাফ খাঁন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১০/০৮/২০২৫খ্রিঃ তারিখ গভীর রাতে উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল মতিন এর বাড়ীর পশ্চিম পাশে চিলাই নদী হইতে অবৈধভাবে বালু উত্তোলনের সময়ে আসামী ১। কমর আলী (৩৪) পিতা-মৃত আইয়ুবুর রহমান, ২। রবিবুল ইসলাম (২৫) ৩। শামসুল ইসলাম (২০) উভয় পিতা-মৃত শান্তি মিয়া, ৪। খালেদ মিয়া (১৯) পিতা-আজাদ মিয়া, সর্ব সাং-রায়নগর, ইউ/পি-০৩নং দোয়ারাবাজার সদর, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জদেরকে আটক করেন এবং তাদের দখলে থাকা (ক) ০১ (এক) টি বালু ভর্তি কাঠের তৈরী নৌকা জব্দতালিকামূলে জব্দ করেন।

জানতে চাইলে, অফিসার ইনচার্জ (ওসি)মোঃ জাহিদুল হক জানান উক্ত বিষয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থনা আইনে মামলা রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments