কানাইঘাট প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থান ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ৫ই আগস্ট কানাইঘাট উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিল ও পথসভা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জামায়াত নেতৃবৃন্দ।
গতকাল রবিবার বিকেল ৫টায় কানাইঘাট দক্ষিণ বাজারস্থ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আগামী ৫ আগস্ট কানাইঘাট পৌর শহরে ঐতিহাসিক গনমিছিল ও পথসভা সফলের লক্ষে রাজনৈতিক দল, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা কামাল উদ্দিন বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ২৪ এর ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জিত হয়েছে। জামায়াতে ইসলামকে নিশ্চিহ্ন করার জন আওয়ামীলীগ সব ধরনের ফ্যাসিবাদী জুলুমের আশ্রয় নিয়েছে, কিন্তু গনঅভ্যুত্থানে তাদের পতনের মাধ্যমে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে জামায়াতে ইসলামী সারাদেশে মাসব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ৫ আগস্ট কানাইঘাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিলটি ৫ আগস্ট বিকেল আড়াইটায় উপজেলা পরিষদ গেইটের সামনে থেকে শুরু হয়ে থানা রোড প্রদক্ষিণ করে ইউনিক কমিউনিটি সেন্টার হয়ে কানাইঘাট উত্তর বাজারে গিয়ে পথসভায় মিলিত হবে। গণমিছিলে ৯টি ইউনিয়ন ও পৌরসভা থেকে জামায়াতে ইসলামের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবেন বলে জামায়াত নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে তাদের বক্তব্যে বলেন। গণমিছিলে অংশগ্রহণের মধ্য দিয়ে সফল করার জন্য জামায়াত নেতৃবৃন্দ সবার প্রতি আহŸান জানান।
উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাস্টার ফয়সল আহমদের পরিচালনায় সংবাদ সম্মেলনে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল করিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শরিফ আহমদ, সেক্রেটারী মাওলানা তাজ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা বিলাল আহমদ, সাবেক নায়েবে আমির এ.কে.এম ওলি উল্লাহ, সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইন, পৌর পেশাজীবি বিভাগের সভাপতি মাও. হোসাইন আহমদ, ছাত্রশিবিরের সদর সাথী শাখার সভাপতি হাফিজ মিজানুর রহমান, পৌর শিবির নেতা শহিদ আহমদ, কুদরত উল্লাহ, মাও. অলি উল্লাহ।