Sunday, August 3, 2025
Homeরাজনীতিবিএনপিমান্নারগাও ইউনিয়ন তৃনমুল বিএনপিকে ফুল দিয়ে সংবর্ধনা দিলেন এম এ বারী  

মান্নারগাও ইউনিয়ন তৃনমুল বিএনপিকে ফুল দিয়ে সংবর্ধনা দিলেন এম এ বারী  

 

 

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তৃণমূল নেতাকর্মীদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে দোয়ারাবাজার উপজেলার কামার পট্টি বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব এম এ বারী” তৃণমূল নেতাকর্মীদের সংবর্ধিত করেন। জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এই সংবর্ধনার আয়োজন করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম এ বারী বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রকৃত শক্তি। তাই ছাতক দোয়ারাবাজার সুনামগঞ্জ ৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলনের হাতকে শক্তিশালী করতে তৃণমূলের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাদের সবাইকে ঐকবদ্ধ ভাবে কাজ করতে হবে। বিগত আন্দোলন-সংগ্রামে যাঁরা জীবন বাজি রেখে রাজপথে ছিলেন, তাঁদের এই সম্মাননা দলের প্রতি তাঁদের অবদানের স্বীকৃতি। দল পুনর্গঠন ও ভবিষ্যৎ আন্দোলনে তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসময় আরও বক্তব্য রাখেন, জিসাস এর দোয়ারাবাজার উপজেলা আহবায়ক মো. মাসুক মিয়া, যুগ্ম আহবায়ক মো.রাকিব আলী, মো. তোফাজ্জল হোসেন, রিপন মিয়া, রুহুল আমিন রাজ। বিএনপি নেতা মছব্বির আলী। উপস্থিত ছিলেন, রুবেল আহমদ, আক্তার মিয়া, বোরহান উদ্দিন, মামুন মিয়া, জসিম উদ্দিন, রিমন মিয়া, হারিছ আলী প্রমুখ।

উল্লেখ্যঃ সংবর্ধনা অনুষ্ঠানে মান্নার গও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments