Tuesday, July 29, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজারে ইউপি সদস্যকে হয়রানির বিরুদ্ধে এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন

দোয়ারাবাজারে ইউপি সদস্যকে হয়রানির বিরুদ্ধে এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

 

দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইউপি সদস্য জামিল খান ও তার পরিবারকে নিয়ে থানায় হয়রানিমূলক অভিযোগ ও সামাজিক মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে নোয়াডর গ্রামবাসীর উদ্যোগে এক এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) বিকেলে ইউপি সদস্য জামিল খানের বাড়িতে স্থানীয় শতাধিক এলাকাবাসীর উপস্থিতিতে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নোয়াডর গ্রামপঞ্চায়েতের সভাপতি আব্দুল কুদ্দুস।

স্থানীয় সূত্র জানায়, গত শনিবার জামিল খানের একটি গাভী পাশ্ববর্তী বাড়ির সজীব মিয়ার ধান খাওয়াকে কেন্দ্র করে সজীব গাভীটিকে মারধর করে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে গ্রাম্য সালিশে ঘটনাটি মীমাংসার সিদ্ধান্ত হয়। কিন্তু সালিশের সিদ্ধান্তকে উপেক্ষা করে সজীব মিয়া থানায় অভিযোগ করেন এবং সামাজিক মাধ্যমে জামিল খানকে জড়িয়ে অপপ্রচার চালান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। জামিল খান দীর্ঘদিন ধরে এলাকার একজন সজ্জন, সৎ ও জনপ্রিয় ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে অতীতে কোনো বিতর্কিত অভিযোগ নেই। একজন জনপ্রতিনিধিকে হেয় করতে এভাবে মিথ্যা মামলা ও অপপ্রচার অত্যন্ত দুঃখজনক।’

জামিল খান সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার গাভীকে মারধরের প্রতিবাদ করায় সজীব আমাদের গালিগালাজ করে ও হুমকি দেয়। স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হলেও সে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে থানায় মিথ্যা অভিযোগ করেছে। এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি।’

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইন উদ্দিন, আফতাব উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, আবুল কাশেম, সামাদ খান, করিম খান, ডাঃ হাফিজুল ইসলাম, আবু তাহের, বাবুল খান, মাস্টার জসিম উদ্দিন, নুরুল হক, সুজন মিয়া, ওয়াসিম, জামাল উদ্দিন, গোলাম রাব্বানী প্রমুখ সহ গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এই ধরনের হয়রানিমূলক আচরণের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments