Sunday, July 27, 2025
Homeখেলাধুলাক্রিকেটটি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবও আছেন এশিয়া কাপে!

টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিবও আছেন এশিয়া কাপে!

 

স্পোর্টস ডেস্ক,

২৭ জুলাই ২০২৫,

 

প্রায় ৮ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি সাকিব আল হাসান। এর মাঝে জাতীয় দল বেশ কিছু সিরিজ খেললেও ব্রাত্য ছিলেন তিনি। সামনে এশিয়া কাপ। সেখানে সাকিবকে খেলতে দেখার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ২০২৫ এশিয়া কাপে যেন না থেকেও আছেন দেশের জার্সিতে অসংখ্য রেকর্ড গড়া টাইগার অলরাউন্ডার।

 

আসন্ন এশিয়া কাপ সরাসরি দেখাবে সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ নিয়ে এরই মধ্যে বিজ্ঞাপন প্রদর্শন শুরু করেছে টিভি চ্যানেল সনি লিভ। যেখানে সাকিব আল হাসানের ভিডিও ক্লিপ দেখিয়ে বলা হয়েছে, সবচেয়ে বড় স্টার। এবারের আসর অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন সাকিব।

 

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি সংস্করণে হবে ২০২৫ এশিয়া কাপ। সাকিব আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে গত বছর অবসর নেওয়ায় স্বাভাবিকভাবেই এই টুর্নামেন্টে খেলবেন না। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট নিয়ে যে প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে আছেন এই অলরাউন্ডার।

 

সনি লিভ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে ৩০ সেকেন্ডের একটি প্রোমো ছেড়েছে। সেখানে সাকিবের ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হওয়ার অংশ দেখানো হয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পাশাপাশি ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, জাসপ্রিত বুমরাহদের দেখা গেছে। আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খানও আছেন সেই প্রোমোতে। সাকিব, বুমরাহ, গিলদের সেই প্রোমোতে সবচেয়ে বড় তারকা বলা হয়েছে।

 

২০২৫ এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচ শুরুর সময় এখনো জানানো হয়নি। তবে গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সূচি প্রকাশ করেছে। আর তাতেই যেন বেজে গেল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের দামামা। ভারতীয় সম্প্রচারক সনি লিভ ৩০ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানের বিভিন্ন অ্যাকশনের খণ্ডিত চিত্র দেখানো হয়েছে।

 

বাংলাদেশ-ভারত, ভারত-পাকিস্তান, পাকিস্তান-আফগানিস্তান, এই তিনটি ম্যাচকে টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ বলা হয়েছে। মোস্তাফিজুর রহমান, সূর্যকুমার, রশিদ খান, কুশল মেন্ডিস, শাহিন শাহ আফ্রিদি- ৩০ সেকেন্ডের প্রোমোর কভারে আছেন এই পাঁচ ক্রিকেটার।

 

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হবে এবারের এশিয়া কাপ। ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান।

 

গ্রুপপর্বে বাংলাদেশের বড় প্রতিপক্ষ শ্রীলঙ্কা,

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এক দিন বিরতি দিয়ে ১৩ মার্চ লিটন-তামিমদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ১৬ সেপ্টেম্বর, আফগানিস্তানের বিপক্ষে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments