Sunday, July 27, 2025
Homeসিলেট বিভাগমৌলভীবাজারশ্রীমঙ্গলে "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ" অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠিত

 

ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি,

শ্রীমঙ্গল উপজেলায় সারাদেশের সাথে একযোগে পালিত হলো “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” অনুষ্ঠান।

শনিবার (২৫ জুলাই) শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা পরিষদের হলরুমে এ শপথগ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল

উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ ইসমাইল হোসেন, সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম. আব্দুল হাই ডন।

এছাড়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়, যা ঢাকা থেকে সম্প্রচারিত হয়।

পরে হলরুমে এক উন্মুক্ত আলোচনায় অংশ নেন আমন্ত্রিত অতিথি ও উপস্থিত বিশিষ্টজনেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments