Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগসিলেটগোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে ১৮ জুয়ারি গ্রেপ্তার

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে ১৮ জুয়ারি গ্রেপ্তার

রাসেল আহমদ:::

গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে উপজেলা বিভিন্ন গ্রাম থেকে ১৮ জন জুয়ারিকে গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাতে পৃথক অভিযানে উপজেলার পৌর এলাকার মাছ বাজারের পাশে আলী হোসেনের মাছের আরদের ভিতর থেকে ও শরীফগঞ্জ ইউনিয়নের নুরজাহানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হলো- পৌর এলাকার স্বরস্বতী গ্রামের মৃত আনফর আলীর ছেলে আলী হোসেন (৪১), একই এলাকার নজির আলীর ছেলে দুলাল আহমদ (২৮), মৃত জুলু মিয়ার ছেলে সাকেল উরফে লাদেন (২২), মৃত হাসান আলীর ছেলে আলীম উদ্দিন (৪৫), বাঘা লালনগর এলাকার বাতির আলীর ছেলে বাবলু মিয়া (৩৫), একই এলাকার মৃত নসির উদ্দিনের ছেলে জুমন আহমদ (২৫), মৃত খালিক মিয়ার ছেলে মো: নুরুল ইসলাম (৫০), মৃত তরিক উল্লাহর ছেলে আজিম উদ্দিন প্রকাশ মো: বিরু (৩৪), আসাব আলীর ছেলে রশিদ আহমদ (৩৫), শরীফগঞ্জ ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের জাফর আলীর ছেলে রকিব মিয়া (২৮), পানিয়াগা গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে জায়েদুর রহমান (৪৫), মৃত খোকন মিয়ার ছেলে নূর মিয়া (৪৫), ইসলামপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুবেল আহমদ (২৬), পানিয়াগা গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মাহতাব উদ্দিন মাতাব (৫৩), ইসলামপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে রশিদ মিয়া (৩০), কাদিপুর গ্রামের মৃত কদুমনি বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস (৩২), ইসলামপুর গ্রামের মৃত আব্দুল ছোবহানের ছেলে হবি আলম (৩৫), পানিয়াগা গ্রামের মৃত রজব আলীর ছেলে ১৮) স্বপন আহমদ (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকার মাছ বাজারের পাশে আলী হোসেনের মাছের আরদের ভিতর থেকে ও শরীফগঞ্জ ইউনিয়নের নুরজাহানপুর গ্রাম থেকে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ১৯,৩০৫ টাকা, ৬ বান্ডিল তাস, ৯ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আটকের পর তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments