Monday, July 21, 2025
Homeসিলেট বিভাগসিলেটসিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে বিআরটিএ

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে বিআরটিএ

নিজস্ব প্রতিবেদক,

সিলেটে অবৈধ ও মেয়াদোত্তীর্ন যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

 

রোববার সকালে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ অভিযান শুরু হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।

 

অভিযানে রেজিষ্ট্রেশনবিহীন অবৈধ বাস, ট্রাক, সিএনজি অটোরিকশাসহ সবধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মো. আব্দুর রশিদ জানান, সিলেটের সড়ক-মহাসড়কে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযানে মামলা দায়েরসহ সংশ্লিষ্ট আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তায় চলছে এ অভিযান।

 

বিআরটিএ সুত্র জানায়, সিলেটে প্রায় আড়াই হাজার পুরোনো বাস ট্রাক রয়েছে, যার অধিকাংশই মেয়াদোত্তীর্ণ। বিভিন্ন সড়কে অর্ধলক্ষাধিক রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চলাচল করছে।

 

সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিআরটএ কর্মকর্তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments