কানাইঘাট প্রতিনিধি ঃ
ঢাকা বিশ^বিদ্যালয়ের ফলিক পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান এ.এফ রহমান হলের সাবেক প্রভোস্ট কানাইঘাটের কৃতি সন্তান অধ্যাপক ড. জালালুর রহমান মৃত্যুবরণ করেছেন। ইন্নানিল্লাহি …………রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। গত শুক্রবার রাত ১০টার দিকে ঢাকাস্থ তার নিজ বাস ভবনে মৃত্যুবরন করেন তিনি। ড. জালালুর রহমান সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কান্দলা গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার প্রথম মেয়ে রাজিয়া রহমান জলি ঢাকা মেডিকেল বিশ^বিদ্যালয়ের চিকিৎসক, দ্বিতীয় ছেলে আহমেদুর রহমান জাকি অস্ট্রেলিয়ায় উচ্চ পর্যায়ে সরকারি চাকুরীরত আছেন, তৃতীয় মেয়ে আফিয়া রহমান জ্যোতি কানাডায় সরকারি চাকুরি করেন ও চতুর্থ মেয়ে তাহিয়া রহমান লিপি প্রাইভেট সেক্টরে চাকুরী করেন।
ড. জালালুর রহমানের ভ্রাতুসপুত্র ইমদাদুর রহমান মেহেদি জানান, প্রবাসী ছেলে আহমেদুর হরমান জাকি আগামীকাল রবিবার ঢাকায় পৌঁছে সকালে ঢাকা বিশ^বিদ্যালয়ে ১ম জানাজা শেষে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিবেন। বাড়িতে আসার পর দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।