Friday, July 18, 2025
Homeঅপরাধকানাইঘাটে জোরপূর্বক আটকে রাখা পাথর বোঝাই নৌ-যানগুলো ছেড়ে দিলেন বিএনপি’র নেতাকর্মীরা

কানাইঘাটে জোরপূর্বক আটকে রাখা পাথর বোঝাই নৌ-যানগুলো ছেড়ে দিলেন বিএনপি’র নেতাকর্মীরা

 

কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাটে লোভাছড়া পাথর কোয়ারীর নিলামকৃত পাথর কার্গ ও ভলগেট দিয়ে সুরমা নদী পথে

নিয়ে যাবার সময় তুলকালাম কান্ড ঘটেছে। নিলামকৃত পাথরের ইজারাদার ও পাথর ব্যবসায়ীরা

জানান কোয়ারী থেকে নিলামকৃত পাথর পরিবহন করে বেশ কয়েকটি পাথর বোঝাই কার্গ ও

ভলগেট সুরমা নদীয় হয়ে যাবার সময় কানাইঘাট পৌরসভার উত্তর গবিন্দপুর এলাকায় শুক্রবার ভোর

রাতে লক্ষীপূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আহমদ সুলেমান ও গণ অধিকার

পরিষদের কেন্দ্রীয় নেতা আবুল মনসুর সাজু চৌধুরীর নেতৃত্বে তাদের লোকজন পাথর বোঝাই

নৌ-যানগুলো আটক করে রাখেন। এক পর্যায়ে ঘটনাটি জানাজানি হলে আটককৃত বেশ

কয়েকটি নৌকা ছেড়ে দিলেও প্রায় ৫টির মত নৌকা আটকে রাখেন। এমন খবর পেয়ে পৌর

বিএনপির সহ-সভাপতি জালাল আহমদ জনি, ছাত্র বিষয়ক সম্পাদক বদরুল আলম, কানাইঘাট পৌর

ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সিয়াম আহমদ ফাহিম সহ যুবদল ছাত্রদলের বেশ কিছু

নেতাকর্মী দুপুরে সেখান যান। বিষয়টি তারা তাৎক্ষণিক উপজেলা বিএনপির সভাপতি মামুন

রশিদ মামুন সহ নেতৃবৃন্দকে অবহিত করেন। এবং বলেন বিএনপির নাম ভাঙ্গিয়ে গুটি কয়েক

লোকজন নিলামকৃত পাথর বোঝাই নৌকা সম্পুর্ণ অবৈধ ভাবে আটক করে রেখেছে। এতে করে

দলের বদনাম হচ্ছে। পরে বিএনপির নেতৃবৃন্দের নির্দেশে বিকেল ৩টার দিকে যুবদল ও ছাত্রদলের

নেতাকর্মীরা আটককৃত পাথর বোঝাই নৌকাগুলো ছাড়িয়ে দেন। নিলামকৃত পাথরের ইজারাদার

ও পাথর ব্যবসায়ীদের অভিযোগ বিএনপি নেতা আহমদ সুলেমান, গণঅধিকার পরিষদ নেতা সাজু

চৌধুরী ও ইউপি সদস্য নাজিম উদ্দিন সহ তাদের লোকজন বিএনপির নাম ব্যবহার করে

নিলামকৃত পাথর পরিবহনে বিভিন্ন সময় বাধা দিয়ে আসছেন। এবং ইজারাদার ও ব্যবসায়ীদের

বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানুষজনকে উসকে দিচ্ছে তারা। শুক্রবার রাতে কোয়ারী থেকে

পাথর পরিবহন করে সুরমা নদী দিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাথর বোঝাই ভলগেট-কার্গ ও ষ্টীল

নৌকাগুলো কানাইঘাট পৌরসভার উত্তর গবিন্দপুরে আসা মাত্র তাদের লোকজন পাথর পরিবহনের

নৌ-যানগুলো আটক রেখে শ্রমিকদের প্রাণনাঁেশর হুমকি দেয়। আবার অনেক পাথর বোঝাই বাহন

থেকে তারা জোরপূর্বক চাঁদা আদায় করে ছেড়ে দেয়। আরো কয়েকটি পাথর বোঝাই নৌবাহন

থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের নাম ভাঙ্গিয়ে আটক করে রাখে। এমন সংবাদ পেয়ে বিএনপি,

যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পাথর ব্যবসায়ীদের বৈধ পরিবহনগুলো ছেড়ে দেন।

বিএনপি নেতা জালাল আহমদ জনি সহ নেতাকর্মীরা জানিয়েছেন লোভাছড়া পাথর কোয়ারীতে

নিজেদের স্বার্থ হাসিলের জন্য গুটি কয়েক লোকজন বিএনপির নাম ভাঙ্গিয়ে নানা অনৈতিক

কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এতে করে দলের বদনাম হচ্ছে। যারা এসব কর্মকান্ডের সাথে জড়িত তাদের

চিহিৃত করে দলের স্বার্থে ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

এদিকে বিএনপি নেতা আহমদ সুলেমান ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সাজু চৌধুরী

জানিয়েছেন কোয়ারী থেকে শুক্রবার রাতে ব্যবসায়ীদের রিট মামলার রায়ের পাথরের একটি ভলগেট

ছেড়ে দেয়ার পর লোভাছড়া কোয়ারীর নিলামকৃত পাথরের ইজারাদার পিয়াস এন্টারপ্রাইজের

লোকজন সিলেটে পুলিশ দিয়ে তাদের ভলগেটটি আটক করেন। এরই কারনে তারা সবাই

আওয়ামীলীগের ডেভিলদের পাথরের বাহনগুলো আটক করেছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments