শাবিপ্রবি প্রতিনিধি,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডোটরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রফেসর মো. আহমদ কবীর চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মতিউর রহমান।
শিক্ষার্থীদের পক্ষ থেকে আবেগঘন স্মৃতিচারণ করেন বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার।তিনি বলেন বলেন,
“আমাদের জুলাই চেতনা ধরে রাখতে হবে। শহীদ আবু সাইদ এবং শহীদ মুগ্ধের আত্মত্যাগ কোনোভাবেই ভোলা উচিত নয়। তাদের স্বপ্নই আমাদের পথ দেখাবে।”
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল বলেন,“শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সব মানুষ সমান মর্যাদা পাবে।”
বক্তব্যে উঠে আসে সাম্যভিত্তিক বাংলাদেশের স্বপ্ন।বক্তারা বলেন, এই দিনটি শুধু স্মরণ করার জন্য নয়, বরং শহীদদের আদর্শ ও মূল্যবোধকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার সুযোগ হিসেবেও কাজ করে। তারা এমন একটি সমাজ ব্যবস্থার কথা বলেন, যেখানে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না অন্যায় বা বঞ্চনা।
আরো বলেন,“জুলাই শহীদ দিবস আমাদের জাতিগত ইতিহাসের এক গর্বময় অধ্যায়। বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষার স্থান নয়, মানবিক মূল্যবোধ গঠনেরও অন্যতম কেন্দ্র। আমাদের শিক্ষার্থীরা যাতে নৈতিকতা, ইতিহাস ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়, সে দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা বলেন,
এই আয়োজন শুধু স্মরণসভা নয়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে মানবিকতা ও ন্যায়ের বাণী পৌঁছে দেওয়ার এক অনন্য উদ্যোগ।