ডেস্ক নিউজঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী’র (বিএসএফ) ছোঁড়া গুলিতে এক বাংলাদেশি নিহ*ত হয়েছেন। বিজিবি জানিয়েছে,একদল গরু চোরাকারবারিকে বাঁধা দিলে তারা ইট-পাটকেল ছোঁড়ে। এতে বিএসএফ প্রথম সাউন্ড গ্রেনেড ও পরে গুলি ছোঁড়েছে।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত একটার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার ভাঙ্গারপাড় নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহ*তের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঁঙ্গাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি’র সিও লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, মধ্যরাতে ওই স্থান দিয়ে ১০-১২ জন বাংলাদেশি চোরাকারবারি অবৈধভাবে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এসময় বিএসএফের টহল দল তাদের বাঁধা দেয়। তখন গরু চোরাকারবারিরা বিএসএফ টহল দলের ওপর ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ শুরু করে। বিএসএফ তখন ৪-৫ টি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায়।
এক পর্যায়ে চোরাকারবারিদের উদ্দেশে তারা তিন থেকে চার রাউন্ড গুলি করে। এতে শফিকুল গুলিবিদ্ধ হন। পরে সঙ্গীয় চোরাকারবারিরা গুরুতর আহত অবস্থায় তাকে বাংলাদেশ সীমানায় নিয়ে আসে। পরিবারের লোকজন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ*ত্যু হয়।