Saturday, July 12, 2025
Homeসিলেট বিভাগসিলেটমুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাটের সভাপতি এমএ হক, সম্পাদক মদরিছ আলি: বিভিন্ন মহলের অভিনন্দন

মুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাটের সভাপতি এমএ হক, সম্পাদক মদরিছ আলি: বিভিন্ন মহলের অভিনন্দন

গোয়াইনঘাট প্রতিনিধি,

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল গোয়াইনঘাট উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সিলেট জেলা কমিটি থেকে এটি অনুমোদিত হয়ে এসেছে। কমিটি অনুমোদনে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম আহমদ হেলালী ও সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী।

 

উপজেলা মুক্তিযোদ্ধা দলের কমিটিতে এম এ হক-কে সভাপতি, মদরিছ আলী-কে সাধারণ সম্পাদক ও এডভোকেট আতিকুর রহমান-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

নবনির্বাচিত সভাপতি এম এ হক বলেন, মুক্তিযোদ্ধা দলের গোয়াইনঘাট উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, এর মাধ্যমে আমরা আমাদের কাজের পরিধি আরও বড় করতে পারব এবং নিজেরা আরও সুসংগঠিতভাবে কাজ করতে পারব। উপজেলার বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পালন করার পাশাপাশি কেন্দ্র থেকে যখন যে নির্দেশনা আসবে, সেই নির্দেশনা বাস্তবায়ন করতে আমরা কাজ করে যাব।

 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।  একজন সৎ দক্ষ ও যোগ্য ব্যক্তিকে উপজেলার মুক্তিযোদ্ধা দলের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি তার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিবেন এমনটা আশাবাদী। নতুন পদে এই উপজেলার সবাইকে নিয়ে আন্তরিকতা  ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে কাজ করবেন এবং দলীয় নির্দেশনায় দলের সম্মান বৃদ্ধিতে ভূমিকা রাখবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments