শাবিপ্রবি প্রতিনিধি,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।
উদ্বোধনী বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, “এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ায় এবং তাদের সৃজনশীল চিন্তা বিকাশে সহায়ক ভূমিকা রাখে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সাথে নিজেদের ভাবনা বিনিময়ের মাধ্যমে নতুন নতুন আইডিয়া গঠন করে এবং পারস্পরিক জ্ঞান আহরণের সুযোগ পায়। আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন প্রযুক্তিনির্ভর আধুনিক বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
উৎসবটির আয়োজন করেছে শাবিপ্রবির অন্যতম বিজ্ঞানভিত্তিক সংগঠন সাস্ট সায়েন্স অ্যারেনা।
উৎসবে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশসহ দেশের মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।