Saturday, July 12, 2025
Homeসিলেট বিভাগসুনামগঞ্জদোয়ারাবাজারে চকবাজার-রাবারড্যাম রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজারে চকবাজার-রাবারড্যাম রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

 

 

 

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক চকবাজার-রাবারড্যাম রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ভুক্তভোগী জনগণ, স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, উপজেলার সদরের সঙ্গে লক্ষ্মীপুর ইউনিয়নের একমাত্র সংযোগ সড়কটি বর্তমানে বেহাল দশায় পৌঁছেছে। সড়কের ইট-সলিং ও ব্লক ধসে পড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে যান চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, যার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার বা পাকাকরণ হয়নি। সড়কটি দ্রুত সংস্কার করা না হলে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজকর্মী ডা. এ আর খোকন, ইউপি সদস্য আহসান হাবিব, সাবেক ইউপি সদস্য আলকাছ মিয়া, ডা. আলী নূর, জাকির হোসেন, আব্দুল খালেক, শরাফত আলী, ফজল করিম, ফারুক মিয়া, হাসান মিয়া, আমিন মিয়া, আব্দুল হামিদ, সিকান্দর আহমদ, লিটন মিয়া, নুর হোসেন, আজাদ হোসাইন, সবুজ মিয়া, জুয়েল মিয়া, বাচ্চু মিয়া প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত আবেদন পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments