দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
📘জহিরুল ইসলাম জয়
দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ (A+) পেয়ে অনন্য সাফল্য অর্জন করেছে।
সে সাংবাদিক হারুন অর রশীদ ও রুবিনা আক্তার দম্পতির পুত্র।
📘 মোঃ আব্দুর রহমান
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া আনোয়ারা উচ্চবিদ্যালয় এন্ড কলেজ-এর শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৪৪ অর্জন করেছে।
সে মরহুম মোঃ দেওয়ান আলী মাষ্টার সাহেবের নাতী ও দোয়ারাবাজার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আবু সালেহ মোঃ আলা উদ্দিন সিলেট রাগিব রাবেয়া মেডিকেলের খাদিজা ফার্মেসীর মালিক মোঃ রাগিব আহমদ রুহেলের আপন ভাতিজা এবং মোঃ শফিক মিয়া ও মোছাঃ সালমা বেগম দম্পতির সন্তান।
📘 আশফাক আহমদ মহসিন
লামাসানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। এবারের দাখিল পরীক্ষায় জিপিএ ৩.১৯ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সে দোয়ারাবাজার উপজেলার সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী এবং নাসিমা আক্তার লোপা দম্পতির একমাত্র পুত্র।
এই তিন শিক্ষার্থীর সাফল্য কেবল তাদের পরিবারের জন্য নয়, বরং আমাদের সমাজের জন্যও এক উদ্দীপনাময় অনুপ্রেরণা।
আল্লাহ যেন তাদের আগামীর পথ আলোকময় করেন এবং নৈতিক, জ্ঞানসমৃদ্ধ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলেন—এই কামনায় রইল শুভেচ্ছা ও দোয়া।
অভিনন্দন! জয় হোক শিক্ষার!
শুভেচ্ছান্তে,
আবু সালেহ মোঃ আলাউদ্দিন