Friday, November 8, 2024
Homeসিলেট বিভাগছাতকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র সহ ডাকাত দলের সদস্য আটক

ছাতকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র সহ ডাকাত দলের সদস্য আটক

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:::

সুনামগঞ্জের ছাতকে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

গত রবিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় ছাতক পৌরসভার বাঁশখলা পেপার মিল এলাকার কবরস্থানে এসআই নাজমুল হাসান শেখ ও এএসআই শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে পৌর এলাকার বাঁশখলা গ্রামের আকবর আলীর ছেলে আবুল কাশেম (৩০) আটক করা হয়।

এদিকে, গোপন এই অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১২-১৩ জন ডাকাত সদস্য দেশীয় অস্ত্রসস্ত্র ৩টি রামদা, ১টি ছোড়া, ১টি ফ্রেমযুক্ত হেক্সো ব্লেড, ১০টুকরো ১০ ফুট করে লম্বা নাইলনের রশি, ২টি লোহার শাবল, ১টি চাইনিজ কুড়াল ও ১টি গামছা ফেলে দৌড়ে পালিয়ে গেলে এসব অস্ত্র থানা পুলিশ উদ্ধার করে।

ছাতক দোয়ারা রেঞ্জের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি ও এজাহারনামীয় ৬ জন পলাতক আসামিসহ অজ্ঞাতনামা ৬/৭ জন আসামি করে থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্তে একটি নিয়মিত মামলা রুজু করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments